রায়বেরেলি, ১১ জুন (হি. স.): চব্বিশের লোকসভা ভোটে উত্তর প্রদেশের রায়বেরেলি এবং কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে লড়েছিলেন রাহুল গান্ধী। দুই আসন থেকেই জিতেছেন রাহুল। তবে নিয়ম অনুযায়ী, যেকোনও একটি আসন ছাড়তে হবে রাহুলকে। তাই কোন আসন রাখবেন আর কোনটি ছাড়বেন সেই সিদ্ধান্তে পৌছনোর আগে দুই কেন্দ্রে সফরে সাংসদ। রায় নেবেন সেখানকার জনগণের।
সেই প্রেক্ষিতেই মঙ্গলবার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী গেলেন রায়বেরেলি। রাহুলের সফর উপলক্ষ্যে ছবি, পোস্টারে ঘিরে ফেলে হয় গোটা এলাকা। উন্মাদনা চোখে পড়ে স্থানীয়দের মধ্যে।