শিলিগুড়ি, ৮ জুন (হি.স.) : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে উদ্ধার হল বিশালাকার অজগর । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বানেশ্বর মোড় সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকায় একটি বিশালাকার অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। সাপটি লম্বায় ৮-১০ ফুট। ঘটনায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সাপটিকে দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরকে । সাপটিকে উদ্ধার করে বৈকুন্ঠপুর ফরেস্টে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনদফতরের কর্মীরা।