মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করায় কৃতি ছাত্রকে সংবর্ধনা

আগরতলা, ৮ জুন: ধর্মনগর নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলের ছাত্র ঋষভ চন্দ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩-২৪   শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করায় কৃতি ছাত্রকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। 

কৃতি সংবর্ধনা জ্ঞাপন কালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার প্রসেনজিৎ চক্রবর্তী , মারকেটিং ম্যানেজার অনুপম দেব নর্থ, ধর্মনগর রাজবাড়ী গ্রামীন ব্যাঙ্ক শাখার ম্যানেজার পঙ্কজ মালাকার। তাছাড়া,  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস। নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুল এর ট্রাস্ট এর পক্ষে উপস্থিত ছিলে ভাইস চেয়ারম্যান দেবব্রত চক্রবর্তী , সেক্রেটারি দেবময় ভট্টাচার্য ,কোষাধ্যক্ষ রাহুল বন্দ্যোপাধ্যায় ,একাডেমিক ডাইরেক্টর দীপঙ্কর গুপ্ত।এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলেই উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় এর অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আগত অতিথিদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ের কৃতি সন্তান ঋষভ চন্দকে অভিনন্দন জানান, তৎসঙ্গে বিদ্যালয়ের সার্বিক সাফল্য এবং বিগত দিনে এই বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রী এবং যারা বোর্ডের পরীক্ষায় প্রথম দশে স্থান করেছে তাদের প্রশঙ  তুলে ধরেন।  এরপর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষে রেজিওনাল ম্যানেজার প্রসেনজিত চক্রবর্তী তার সংক্ষিপ্ত বক্তব্যে তাদের এরূপ উদ্যোগের উদ্দেশ্য তুলে ধরেন। 

তিনি আরো বলেন উত্তর, ঊনকোটি ও ধোলাই সহ এই তিনটি জেলার মধ্যে একমাত্র ঋষভ চন্দ প্রথম দশে স্থান করে নেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ অত্যন্ত উৎসাহিত হয়ে ঋষভ চন্দকে  সংবর্ধনা দেওয়ার জন্য তারা এগিয়ে এসেছেন । তারা  ঋষভ চন্দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ঋষভ চন্দের চলার পথ  যেন আরো মসৃণ হয় এবং সে যেন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে  রিজওনাল ম্যানেজার ঋষভ চন্দ্রের সামনে অনেক দিক নির্দেশক অভিমত তুলে ধরেন। সংক্ষিপ্ত আলোচনা রাখেন মার্কেটিং ম্যানেজার অনুপম দেব। 

বিদ্যালয়ের সম্পাদক দেবময় ভট্টাচার্য সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে ঋষভ চন্দের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং বিদ্যালয়ের কোষাধ্যক্ষ রাহুল বন্দোপাধ্যায় তার সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঋষভ চন্দকে অভিনন্দন  জানান। উপস্থিত সকলেই ঋষভ চন্দকে অভিনন্দনের পাশাপাশি উপস্থিত ঋষভ চন্দের বাবা রামানুজ চন্দ  এবং মা শিল্পী চন্দকেও তাদের এই কৃতি সন্তানের অবদানের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *