রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): রামোজি রাও ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় মোদী উল্লেখ করেছেন, রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। শনিবার ভোররাতে প্রয়াত হয়েছেন রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও।

তাঁর মৃত্যুর খবর শুনেই সামাজিক মাধ্যমে শোক ব্যক্ত করেছেন মোদী। এক্স-মাধ্যমে তিনি জানিয়েছেন, ”রামোজি রাও গারুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি ছিলেন একজন দূরদর্শী, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর সমৃদ্ধ অবদান সাংবাদিকতা ও চলচ্চিত্র জগতে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। নিজের উল্লেখযোগ্য প্রচেষ্টার মাধ্যমে, তিনি মিডিয়া এবং বিনোদন জগতে উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের জন্য নতুন মান স্থাপন করেছেন। রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। আমি ভাগ্যবান যে, তাঁর প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *