আগরতলা, ৪ জুন: ত্রিপুরা দুটি লোকসভা আসনে এবং রামনগর কেন্দ্রে উপনির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে। প্রত্যাশিতভাবেই দুটি আসনেই বিজেপি বিশাল মার্জিনে জয়ী হয়েছে। ফলাফল ঘোষণার পর থেকেই বাজনা নিয়ে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছেন। আবির খেলা এবং বাজি পুড়ানো শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা।
এদিন বিজেপির মুখ্য কার্যালয় থেকে রাজপথে বিজয়ী মিছিল বের হয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি বিজয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক সুশান্ত দেব, পাপিয়া দত্ত, দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, দেশে বিজেপির জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রত্যাশিতভাবে এই জয় হওয়ার কথা ছিল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর মসনদে নরেন্দ্র মোদীই বসবেন বলে দাবি করেন তিনি।