লোকসভা নির্বাচন : বদায়ুতে এগিয়ে বিজেপির দুর্বিজয় সিং, পিছিয়ে সপার আদিত্য যাদব

লখনউ, ৪ জুন (হি.স.) : লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বদায়ু লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দুর্বিজয় সিং শাক্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির আদিত্য যাদবের চেয়ে ১৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সপার সাধারণ সম্পাদক শিবপাল সিং যাদবের ছেলে আদিত্য প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ছেন।

নির্বাচন কমিশনের মতে, ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির দুর্বিজয় সিং। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিএসপির মুসলিম খান।

বদায়ু আসন, একসময় সপার শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত, ২০১৯ সালে বিজেপি জিতেছিল। বাদাউন আসনটি ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত ধারাবাহিকভাবে সপার দখলে ছিল। বিজেপির সংঘমিত্রা মৌর্য ২০১৯ সালের নির্বাচনে জিতেছিলেন। ২০১৯ সালে, বিজেপি এই আসনে ১৯ হাজার ভোটের ব্যবধানে জিতেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *