চোপড়া, ১ জুন (হি.স.) : উত্তর দিনাজপুরের চোপড়া থানার মেরধাগছ এলাকায় জাতীয় সড়কে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম, মহম্মদ শমীম (২৩)। বাড়ি বিহারের পুঠিয়া থানা এলাকায়। শনিবার দুর্ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, চোপড়ার সাতরামগছে মাসখানেক আগে বিয়ে হয়েছিল যুবকের। এদিন সকালে শ্বশুরবাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। জাতীয় সড়কে লরির ধাক্কায় গুরুতর জখম হন যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘাতক লরিটিকে পরে চোপড়ার কালাগছ পেট্রোল পাম্প এলাকা থেকে আটক করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।