নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩১ মে: পানীয় জলের দাবিতে পথ অবরোধকারীদের সঙ্গে অভব্য আচরণ করল শাসকদলের নেতারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পানীয় জল না পেয়ে পথ অবরোধ করলো বিলোনিয়া নেতাজী পল্লী এলাকার প্রমিলা বাহিনীরা। দুইদিন ধরে পানীয় জল ঠিকভাবে পাচ্ছে না। যার জেরে নাজেহাল এলাকাবাসীরা।
ক্ষুব্ধ হয়ে নেতাজী পল্লী প্রমিলা বাহিনীরা কলসি, বালতি নিয়ে অবরোধে বসে নেতাজী পল্লী এলাকার রাস্তা। ঘটনার খবর পেয়ে এলাকার নেতৃত্বরা ছুটে আসে অবরোধস্থলে। নেতারা অবরোধকারীদের রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য এক প্রকার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় কাউন্সিলর সহ বিলোনিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে। এরপর জল পাওয়ার আশ্বাস পায় অবরোধকারীরা। অবশেষে জলসম্পদ দপ্তর থেকে জলের ট্যাঙ্কের দুটি গাড়ি ছুটে আসে নেতাজী পল্লী এলাকায়। পানীয় জল পেয়ে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসীরা।