নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): দিল্লিতে জল সঙ্কটের জন্য আম আদমি পার্টি (এএপি)-কে দায়ী করল বিজেপি। জল সঙ্কটের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দায়ী করে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের অব্যবস্থাপনার ফলই দিল্লিতে জল সঙ্কট।”
দিল্লিতে জলের জন্য এখন সাধারণ মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে শুক্রবার শাহিদি পার্ক থেকে দিল্লি সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। এএপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপির নেতা-কর্মীরা। বীরেন্দ্র সচদেবা বলেছেন, “তাঁরা ২০০০ টাকা জরিমানা আরোপ করছে, এটা জরিমানা নয়, দুর্নীতি করার অন্য উপায়। তাঁরা ট্যাঙ্কার মাফিয়াদের উৎসাহিত করছে, অরবিন্দ কেজরিওয়ালের প্রত্যেক বিধায়ক ট্যাঙ্কার মাফিয়াদের সঙ্গে দিল্লির মানুষের কাছে জল বিক্রি করছে এবং তাঁদের লুট করছে।”
বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ বলেছেন, “এএপি সরকার কৃত্রিম জল সংকট তৈরি করেছে। ২০১৩ সালে দিল্লি জল বোর্ডের মুনাফা ছিল ৬০০ কোটি টাকা, বর্তমানে তা ৭৩ হাজার কোটি টাকার লোকসানে। অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে জবাবদিহি করতে হবে।”