৪ জুন নবীনবাবু আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি প্রাক্তন হয়ে যাবেন : অমিত শাহ

ভদ্রক, ২৮ মে (হি.স.): ওডিশায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি দারুণ ফল করবে বলে আশা ব্যক্ত করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছেন, “৬ দফার ভোট শেষ হয়েছে, আমার কাছে ৫ দফা পর্যন্ত রিপোর্ট আছে। এই ৫ দফার ভোটে নরেন্দ্র মোদী ৩১০টি আসনে জয়ী হয়েছেন। আমাদের ষষ্ঠ-সপ্তম দফায় ৪০০ পার হতে হবে, এর পাশাপাশি ওডিশাতেও বিজেপি সরকার গঠন করতে হবে।”

মঙ্গলবার ওডিশার ভদ্রকের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “ওডিশায় ৭৫-এর বেশি আসন দিয়ে আমাদের আশীর্বাদ করুন এবং এখানে ”ডাবল-ইঞ্জিন” সরকার নিশ্চিত করুন। ওডিশায় জমকালো জয় হবে বিজেপির। ৪ জুন নবীনবাবু আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি ”প্রাক্তন মুখ্যমন্ত্রী” হবেন।”

অমিত শাহ আরও বলেছেন, “ওড়িশার এমন একজন মুখ্যমন্ত্রী প্রাপ্য যিনি ওড়িয়া, যিনি তরুণ এবং যিনি ভগবান জগন্নাথের ভক্ত। বিজেপি জিতবে, ২৫ বছর পর ওডিশা পাবে একজন ওড়িয়ার মুখ্যমন্ত্রী!” শাহ এও বলেন, “আমাদের ওডিশা দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য, কিন্তু ওডিশার মানুষ দরিদ্রের মধ্যে সবচেয়ে দরিদ্র এবং এর জন্য দায়ী নবীন বাবু। ওডিশা জুড়ে লক্ষ লক্ষ যুবক নিজেদের বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে দেশের অন্যত্র কাজ করতে যায়। একবার বিজেপি সরকার গঠন করুন, আমরা ওড়িশাতেই শিল্প স্থাপন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *