BRAKING NEWS

 জীর্ণ দশাগ্রস্থ স্টিল ফুট ব্রিজ বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন জনগণ

সোনামুড়া, ২৫ মে:  দীর্ঘদিন যাবত জীর্ণ দশাগ্রস্থ স্টিল ফুট ব্রিজ বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন সাধারণ কৃষক থেকে শুরু করে বাজার ব্যবসায়ীরা। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২০ জুন ২০১১ সালে সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরের মূল বাজারের সঙ্গে গোমতী নদীর দক্ষিণ পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল সোনামুড়া বাঁশ বাজার সংলগ্ন স্টিল ফুট ব্রিজ। এই ব্রীজ নির্মাণের ফলে গোমতী নদীর দুপারের জনগনের জন্য যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে ওঠে। 

কিন্তু বিগত কিছুদিন যাবৎ এই ব্রীজটি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। কেননা বৃষ্টিতে জং ধরে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল আর সেটা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। কিছুদিন পূর্বে প্রশাসনের তরফ থেকে এই ব্রীজটি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমূহ সমস্যায় পড়েছে সাধারণ কৃষক থেকে শুরু করে সোনামুড়া শহরের ব্যবসায়ীরা। কেননা ঘুর পথে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই বে সাপেক্ষ হচ্ছে কৃষকদের জন্য।  

অপরদিকে এই ফুট ব্রিজটি বন্ধ থাকায় সোনামুড়া শহরের মূল বাজারে এর প্রভাব পড়েছে বলে অভিমত ব্যক্ত করলেন বাজার ব্যবসায়ীরা। বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল উক্ত বিষয়টিকে কেন্দ্র করে দেখা করেন সোনামুড়া মহকুমা শাসকের সঙ্গে। যদিও মহকুমা শাসকের পক্ষ থেকে জেলাশাসককে উক্ত বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই ব্রীজটি পুনরায় সারাই করার জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয়। তাতে ধার্য করা হয়েছে প্রায় ২১ লক্ষ ৫২ হাজার ১২২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *