কলকাতা, ২৫ মে (হি. স.): রবি এবং সোমবার সতর্কতা মেনে ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের শিয়ালদা শাখায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সব মিলিয়ে ৪৮টি ট্রেন বাতিল করা হয়েছে দুদিনে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সূচিও পরিবর্তন করা হয়েছে। সোমবার ৫টি ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে। এই তালিকা ছাড়াও পরিস্থিতি অনুযায়ী ট্রেন বাতিল বা সূচি পরিবর্তন হতে পারে বলেও স্পষ্ট জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ঘোষণা শোনার অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে।
রবিবার ট্রেন বাতিল:
লক্ষ্মীকান্তপুর-নামখানা: দুটি ট্রেন।
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: দুটি ট্রেন।
শিয়ালদা-বজবদজ: দুটি ট্রেন।
শিয়ালদা-ক্যানিং: দুটি ট্রেন।
শিয়ালদা-ডায়মন্ডহারবার: দুটি ট্রেন।
সোমবার ট্রেন বাতিল:
লক্ষ্মীকান্তপুর-নামখানা, ৫টি ট্রেন।
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, ৭টি ট্রেন।
শিয়ালদা-ডায়মন্ডহারবার, ৬টি ট্রেন।
শিয়ালদা-ক্যানিং, ৪টি ট্রেন।
শিয়ালদা-সোনারপুর, ২টি ট্রেন।
শিয়ালদা-বজবজ, ৪টি ট্রেন।
শিয়ালদা-বারুইপুর, ৪টি ট্রেন।
শিয়ালদা-বারাসাত/হাসনাবাদ, ৬টি ট্রেন।
2024-05-25