নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে: শিক্ষা ব্যবস্থার আসল চেহারা দেখালেন খোদ শিক্ষকরা। শহরতলীর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশুনায় যথেষ্ট পিছিয়ে। গ্রীষ্মকালীন ছুটিতে এবারে তাদের বিশেষ পাঠদানের ব্যবস্থা করলেন দশ জন শিক্ষক।
শহরতলী একটি স্কুলের শিক্ষকরা জানান, এমন বহু ছাত্রছাত্রী আছে যারা বর্ণমালা পর্যন্ত লিখতে কিংবা পড়তে জানে না। অথচ তারা পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেনীতে উঠে গেছে। এমন ছাত্রছাত্রীদের জন্য আনন্দনগর স্কুলে গ্রীস্মকালীন ছুটির দিনগুলোতে বিশেষভাবে পাঠদান করা হচ্ছে।
স্কুলের ১০ জন শিক্ষক এই বাড়তি দায়িত্ব পালন করছেন। তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু পাশপাশি প্রশ্ন উঠছে এতদিন তাহলে স্কুলে কিভাবে পড়ানো হয়েছে ? ১০-১৫ দিনেই দুর্বল ছাত্ররা কি সব শিখে যাবে ? শহরতলীর একটি স্কুলের যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের স্কুলের অবস্থা কেমন। শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিকাশ ঘটানোর চেষ্টা করুক, এমনই অভিমত অভিভাবক মহলের।

