নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: রবিবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস ও নারায়ণ দত্তের শহীদান দিবস উদযাপন করা হলো ক্ষেতমজুর ভবনে। এদিন উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা।
ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে বলেন, ১৯৮০ সালে উদয়পুর টাউনহলে ১৯ এবং ২০ মে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের জন্ম হয়েছিল। সংগঠনটি তৈরি হওয়ার পর থেকেই অসংগঠিত খেতমজুরদের রাজনৈতিক অর্থে সংগঠিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এদিনের প্রতিষ্ঠা দিবসে ভারতের বিভিন্ন জায়গায় যারা অসংগঠিত খেতমজুর রয়েছেন তাদেরকে সঙ্ঘবদ্ধ করে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার শপথ গ্রহণ করেন উপস্থিত সদস্যরা।