শিবসাগর (অসম), ১৬ মে (হি.স.) : শিবসাগরে সন্ত্ৰাস সৃষ্টিকারী কুখ্যাত গবাদি পশু চোর তুলতুল দুঁওরিকে জালে তুলেছে পুলিশ। লক্ষ্মীনগরে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে শিবসাগর পুলিশের হাতে ধরা পড়েছে গবাদি পশু তথা মোষ চোর তুলতুল দুঁওরি।
দীৰ্ঘদিন ধরে তুলতুল দুঁওরি আত্মগোপন করে ছিল। আত্মগোপন করেও সে গবাদি পশু চুরিকার্য চালিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। এরই মধ্যে গত ১ এপ্ৰিল শিবসাগরের বানমুখ কাথপার এলাকায় বিভিন্ন গৃহস্থের গোয়ালঘর থেকে ৪০টি মোষ চুরি হয়েছিল।
তবে মোষ পালকরা ৪০টির মধ্যে ৩২টি মহিষ উদ্ধার করলেও বাকি ৮টি মোষ পাওয়া যাচ্ছিল না। খবর আসে, নগাঁও জেলার অন্তর্গত কামপুরের জনৈক ব্যক্তির কাছে তুলতুল দুঁওরি ওই আটটি মোষ বিক্রি করেছে। ঘটনা সম্পর্কে তুলতুলের বিরুদ্ধে শিবসাগর সদর থানায় মোষ পালকরা এফআইআর দায়ে করেন।
এফআইআর-এর ভিত্তিতে তুলতুল দুঁওরির বিরুদ্ধে শিবসাগর সদর থানায় ৫৬/২৪ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রুজু করে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও বহু মহিষ এবং গরু চুরির পাশাপাশি রাজপথে ডাকাতি মামলায় কারাগারে ছিল কুখ্যাত চোর তুলতুল দুঁওরি।

