নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: সিপাহীজলা জেলার বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক বন্দী পালানোর ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তিন আধিকারিককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
গত ১৪ মে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক বিচারাধীন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনাটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে ঘটনার নেপথ্যে থাকা সংশোধনাগারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরও জানিয়েছেন, রাজ্য সরকার দায়িত্বে এমন অবহেলা বরদাস্ত করবে না। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য তিন কারা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এরা হচ্ছেন দেবাশীষ শীল সাব-জেলার (ইনচার্জ, কেন্দ্রীয় সংশোধনাগার, বিশালগড়), তপন রূপিনী (ওয়ার্ডার) এবং মফিজ মিয়া (গার্ড কমান্ডার)।
2024-05-16