নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: বড়দোয়ালী হেলথ এন্ড ওয়েলন্যাস সেন্টারের জনআরোগ্য সমিতির উদ্যোগে সকল আশা কর্মীদের নিয়ে মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে এলাকার আশা কর্মীদের সঙ্গে ওই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এদিনের বৈঠক সম্পর্কে সেন্টারের জনৈক আধিকারিক জানিয়েছেন, এদিন ৩৩ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সকল আশা কর্মীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশা কর্মীরা মূলক এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে অসুস্থ রোগী, শিশুদের পোলিও এর টিকা, এমনকি গর্ভবতী মহিলাদের খোঁজখবর রাখেন। সেই তথ্যগুলি নিয়ে এদিনের এই পর্যালোচনা বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও আভা কার্ড যেন প্রত্যেকের থাকে, সেই জন্য একটি ক্যাম্প গঠন করার বিষয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।