ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম খেলায় জে-১ দল ৩-০ সেটে তথা ২৫-২২, ২৫-১৮ ও ২৫-১৫ পয়েন্টে জয়ী হয়েছে। দ্বিতীয় খেলায় একইভাবে জে-২ দল ৩-০ সেটে ক্যাম্প টিলা দলকে ২৫-২২, ২৫-২১, ২৭-২৫ পয়েন্টে পরাজিত করেছে। তৃতীয় খেলায় জম্পুইজলা ৩-০ সেটে অর্থাৎ ২৫-২০, ২৫-১১, ২৫-১৭ পয়েন্টে হলিক্রস কলেজকে পরাজিত করেছে। চতুর্থ ম্যাচে বিশ্রামগঞ্জও ৩-০ সেটে অর্থাৎ ২৫-২১, ২৫-২০, ২৫-১৬ পয়েন্টে এমবিবি কলেজ দলকে পরাজিত করেছে। উল্লেখ্য, টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মান্দাইয়ের পশ্চিম জোনাল চেয়ারম্যান টনি দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডনবসকো স্কুলের অধ্যক্ষ ফাদার জুয়েল এবং ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের এক্টিং সেক্রেটারি চন্দন সেন প্রমূখ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্ট ঘিরে প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতি এবং ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।