যেখানে পদ্ম সেখানেই শান্তি ও উন্নয়ন : প্রধানমন্ত্রী

কন্ধমাল, ১১ মে (হি.স.): যেখানে পদ্ম সেখানেই শান্তি ও উন্নয়ন। যেখানে পদ্ম সেখানেই বৈজ্ঞানিক বিকাশ ও মহিলাদের সম্মান। বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ওডিশার কন্ধমালে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যেখানে পদ্ম সেখানে সংকল্পের উপলব্ধি। যেখানে পদ্ম সেখানেই সমৃদ্ধি। যেখানে পদ্ম সেখানেই জয়!”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ওডিশায় পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে এবং, পর্যটন ক্ষেত্র এই অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলে। আপনাদের রাজ্য সরকার আপনাদের ক্ষমতার উপর আস্থা রাখতে ইচ্ছুক নয়, যে কারণে আপনাদের উন্নয়ন থমকে আছে।” মোদী বলেছেন, “বিজেডি এবং কংগ্রেস কন্ধমালকে পিছিয়ে জেলা হিসাবে ঘোষণা করেছিল। মোদী এই ধরনের পিছিয়ে পড়া জেলাগুলিকে দেশের উচ্চাকাঙ্ক্ষী জেলায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সব জেলায় যে কাজ চলছে তা নিয়মিত মনিটরিং করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *