নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ৯ মে: যে শিশুটা গোটা বাড়ি মাতিয়ে রাখত, যার আনাগোনাতে গোটা বাড়ি মুখরিত থাকতো, আজ সে চির নিদ্রায়। মাত্র ১৩ মাস বয়সী ছোট্ট প্রাণোচ্ছল অংশু চিরতরে চির নিদ্রায়। গোটা ঘটনায় হতবাক সমগ্র এলাকা।
ঘটনার বিবরণে প্রকাশ, কল্যানপুর থানার অন্তর্গত বাজার কলোনী গ্রামের সেনাবাহিনীতে কর্মরত জিতেন্দ্র শীলের ১৩ মাস বয়সী পুত্র সন্তান অংশু কোন এক নিকট আত্মীয়ের দেওয়া জেলি চকলেট খাচ্ছিল। তবে কোনোভাবে সেই চকলেট ছোট্ট অংশুর গলায় আটকে যায়। ঘটনাটা চাক্ষুষ করে পরিজনেরা বাড়িতেই অংশুর গলা থেকে এই চকলেট বার করতে উদ্ধত হলে একটা সময়ে ছোট্ট অংশুর গলা দিয়ে গল গল করে রক্ত বেরুতে থাকে। দিশাহীন পরীজনেরা তড়িঘড়ি অংশুকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বক্তব্য হচ্ছে জেলি জাতীয় চকলেট গলায় আটকে যাওয়ার পরে বাড়িতে চকলেট টা বার করার চেষ্টা হতে হিতে বিপরীত হয়ে যায়, কোনভাবে গলার নালী কেটে গিয়ে শ্বাসনালীর গতিপথ রুদ্ধ হয়ে গেলে অংশুর জীবন দীপ নিভে যায়।
এই মর্মান্তিক সংবাদ মুহূর্তের মধ্যে গোটা কল্যাণপুরে ব্যাপক শোকের আবহ তৈরি করে। ছোট্ট অংশুর এই মর্মান্তিক পরিণতি গোটা কল্যাণপুরকে আজ যেমন কাঁদিয়েছে, এর পাশাপাশি বোধ হয় অংশুর এই পরিণতি আগামী দিনে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার নিদারুণ বার্তা প্রদান করলো।