নেশা বিরোধী অভিযানে অবৈধ বিলেতি মদ সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ৭ মে: অনেকদিন ধরে  পানিসাগর নেশা কারবারিদের  আতুর ঘরে পরিণত হয়েছিল। পানিসাগরের নূতন ওসি হিসেবে কাজে যোগদান করেছেন দেবজিৎ চ্যাটার্জী। উনার ব্যবহারে সম্পূর্ণ পানিসাগরের চরিত্র আজ স্বচ্ছতার ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে।  মঙ্গলবার অবৈধ মদ বিরোধী অভিযান চালায় পানিসাগর থানার পুলিশ।

এই অভিযান সম্পর্কে এস আই অনিমেষ গোপ জানিয়েছেন,১৫ থেকে ২০ হাজার টাকার বিলেতি মদ এবং মালিক সুজিত রায় কে গ্রেফতার করেছে পানিসাগর থানা। দীর্ঘদিন যাবত এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহন করে তদন্ত শুরু করেছে পুলিশ।