নিরীহ যুবককে মারধোর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ মে: এক এসপিও জওয়ান এক নিরীহ যুবককে বেধরকভাবে মারপিট করে এবং নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। চিনিবাগান এলাকার বাসিন্দা বিকাশ দেবনাথ পেশায় একজন এসপিও জওয়ান।

অভিযোগ , বৃহস্পতিবার রাত্রিবেলা বিকাশ দেবনাথ তার বাড়ির সামনে রাখু কর নামে এক যুবককে আটক করে বেধড়কভাবে মারপিট চালায়। যার ফলে গুরুতরভাবে আহত হয় ওই যুবক।  পাশাপাশি তার পকেট থেকে নগদ আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। উক্ত বিষয় নিয়ে রাখু কর শুক্রবার দুপুর বেলা কৈলাসহর থানায় এসপিও জওয়ান বিকাশ দেবনাথের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করে।

রাখু কর সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে জানায় বিকাশ দেবনাথের কাছ থেকে সে কুড়ি টাকা ধার নিয়েছিল বিগত কিছুদিন পূর্বে। গতকাল রাত্রিবেলা চিনিবাগান এলাকায় সেই এসপিও জওয়ান বিকাশ দেবনাথ তাকে আটক করে তার পাওনা টাকা চায় ।তখন সে বলে আমার কাছে বর্তমানে খুচরো নেই ।তাই তোমাকে টাকা দিতে এখন পারব না। অভিযোগ এরপরই নাকি বিকাশ দেবনাথ তাকে লাঠি দিয়ে বেধরকভাবে মারপিট চালায়। যার ফলে সে গুরতরভাবে আহত। তাই সে আজ ন্যায় বিচারের দাবিতে কৈলাশহর থানায় বিকাশ দেবনাথের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *