আগরতলা, ১ মে : রাজ্যে পেট্রোল এবং ডিজেল রেশনিং চালু করল খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর। আজ খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ থেকে বাইক এবং তিন চাকার যানবাহনে দিনে ২০০ টাকার পেট্রোল, চার চাকার যানবাহনে দিনে ৫০০ টাকার পেট্রোল নেওয়া যাবে। ডিজেলের ক্ষেত্রে বারো চাকার লরিতে দিনে ৮০ লিটার, ১০ চাকার লরিতে দিনে ৬০ লিটার এবং ছয় চাকার লরিতে দিনে ৪৫ লিটার ডিজেল নেওয়া যাবে।