বর্ধমান, ৩০ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শাহ। মঙ্গলবার বর্ধমানের মেমারির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এখন সমগ্র ভারত উন্নয়নের সাক্ষী, কিন্তু মমতার দুঃশাসনের কারণে পশ্চিমবঙ্গ তা থেকে বঞ্চিত।” নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন, “আমাদের সমর্থন করুন, কারণ একমাত্র নরেন্দ্র মোদীর সরকার ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পারে।”
রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান বয়কট করার জন্য তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছেন, “বছরের পর বছর ধরে আমাদের দেশের মানুষ এবং রাম ভক্তরা চেয়েছিলেন অযোধ্যায় একটি রাম মন্দির তৈরি হোক। কিন্তু এই লোকজন তাতে বাধা দিচ্ছিল। যখন রাম মন্দির তৈরি হয়, তখন মমতা দিদি এবং ভাইপো দু’জনকেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেখানে যাননি। তাঁরা অনুপ্রবেশকারীদের ভয় পায়, তাই তারা রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুঠানে যাননি।”