শ্রীনগর, ৩০ এপ্রিল (হি.স.): বৃষ্টি ও তুষারপাত থেমেছে, বুধবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে জম্মু ও কাশ্মীরে। আবারও শুষ্ক হয়ে উঠবে উপত্যকা। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, ১ মে থেকে আবহাওয়ার উন্নতি হবে জম্মু ও কাশ্মীরে, তবে ৫ মে পর্যন্ত কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে।
৫ মে-র পর ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরে। ৬-৭ মে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ১ মে থেকে পুনরায় কৃষিকাজ শুরু করতে পারেন কৃষকরা, এমনটাই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।