হাওড়া, ২১ এপ্রিল (হি. স.): হাওড়ার ধুলোগড়ে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের মিছিলে হামলার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
জানা গিয়েছে, রবিবার ধুলোগড়ে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রচার মিছিল ছিল। সেই মিছিলে সব্যসাচী নিজে উপস্থিত ছিলেন। তবে মিছিল শেষের পর যখন বাম কর্মী-সমর্থকরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেইসময় শাসকদলের দুষ্কৃতীরা লাঠি নিয়ে বাম কর্মী সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সিপিএম-এর মিছিল থেকেই তৃণমূলকে কটূক্তি করা হচ্ছিল। সেই কারণেই তৃণমূল সমর্থকরা এর প্রতিবাদ করেছে মাত্র।