কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশনের পরামর্শকেই মান্যতা দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল বোস। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ভোটের সময় তিনি মানুষের পাশে থাকতে চেয়েছিলেন। এ ব্যাপারে সংবিধানে কোনও বাধা না থাকলেও তাঁর সফর ঘিরে অযথা রাজনীতি হচ্ছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি চান না তাঁর দফতরের মর্যাদা ক্ষুণ্ণ হোক।
উল্লেখ্য, নির্বাচন কমিশন রাজ্যপালকে কোচবিহার না যাওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। কমিশনের বক্তব্য, প্রোটোকল অনুযায়ী রাজ্যপাল জেলা সফরে গেলে তাঁকে অভ্যর্থনা করে থাকেন জেলাশাসক ও প্রশাসনের পদাধিকারীরা। কিন্তু নির্বাচনের সময় ভোটের কাজে তারা ব্যস্ত থাকবেন। তাই রাজ্যপালকে কমিশন, এই সময় কোচবিহার সফর না করার পরামর্শ দিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা যায়। এরপরই সফর বাতিলের সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল।