আলিপুরদুয়ার, ১৫ এপ্রিল (হি. স.) : মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদ থেকে মুকেশ কুমারকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সভা থেকে নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা করে এদিন তিনি বলেন, মুর্শিদাবাদ, মালদায় দাঙ্গা হলে তার দায় নিতে হবে কমিশনকেই।
নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ বাংলায় নিজেপির হয়েই কাজ করছে কমিশন। সোমবারই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস মুকেশ কুমারের অপসারণ নিয়ে আরও একবার আক্রমণ শানালেন কমিশনকে। তাঁর বক্তব্য, ”আমি জানি কারা হিংসা সামলাতে পারে। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।” মমতার সাফ কথা, বিজেপির কথাতেই কমিশন মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দিয়েছে।
জানা গিয়েছে, ডিআইজি মুকেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীরের অভিযোগ রাজ্যের শাসকদলকে লোকসভা নির্বাচনে সুবিধা পাইয়ে দিতে কাজ করছেন মুকেশ কুমার। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর দাবি ছিল, যে সব পুলিশ আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের হয়ে দিনের পর দিন কাজ করে গেছেন সেই অফিসারদেরই ফিরিয়ে নিয়ে আসা হয়েছে জেলায়। যার নেপথ্যে ছিলেন এই আইপিএস মুকেশ কুমার।