ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে জুটমিল কোচিং সেন্টার এবং মৌচাক কোচিং সেন্টার। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক সীমিত ওভারের ক্রিকেটে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে হবে ম্যাচটি। মৌচাকের কাছে ম্যাচটির গুরুত্ব না থাকলেও জুটমিলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচটি। আপাতত ‘এ’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে তরুণ সঙ্ঘ শীর্ষ রয়েছে। ১২ পয়েন্ট নিয়ে ব্লাডমাউথ দ্বিতীয় স্থানে এবং ১০ পয়েন্ট নিয়ে জুটমিল তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ব্লাডমাউথ মুখোমুখি হবে তরুণ সঙ্ঘের। ফলে জুটমিলের সামনে সুযোগ রয়েছে শেষ চারে যাওয়ার। তাই শুক্রবার শুধু জয় পেলেই চলবে না, রান রেটও বাড়াতে হবে মনোজিৎ দাসের দল জুটমিল কোচিং সেন্টারকে। এক্ষেত্রে দল তাকিয়ে থাকবে শেষ ম্যাচে ফর্মে ফেরার আভাষ দেওয়া ইন্দ্ররাণী জমাতিয়ার দিকে। দুর্বল মৌচাকের বিরুদ্ধে যদি ইন্দ্ররাণীর ব্যাট জ্বলে উঠতে পারে তাহলেই সাফল্য পাবে জুটমিল। এদিকে বামুটিয়ার তালতলা মাঠে অনুষ্ঠিত অপর ম্যাচে দুই দল চাম্পামুড়া কোচিং সেন্টার এবং লালবাহাদুর ব্যায়ামাগার পরস্পরের মুখোমুখি হবে।
2024-04-11