BRAKING NEWS

আসাম রাইফেলস ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের প্রীতি ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আসাম রাইফেলস জওয়ানদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। কথাটা ভাবলেই কেমন জানি দেশাত্ববোধক একটা শিহরণ জেগে ওঠে। কেননা, কথা প্রসঙ্গে কর্নেল ঐনাম আকাশ সিং যখন বললেন, সদ্য উনারা মনিপুর থেকে পেশাগত দেশসেবামূলক দায়িত্ব পালন করে আগরতলায় ১৮ আসাম রাইফেল রেজিমেন্টে এসে তেমন বিশ্রামে না গিয়ে বিনোদনমূলক প্রীতি ক্রিকেটে খেলতে মাঠে চলে আসাটাই সাংবাদিক ক্রিকেটারদের কাছে একটি বাড়তি পাওনা। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে বিনোদনমূলক প্রীতি ক্রিকেটে সামিল হয়ে মেলবন্ধনে নিজেদের ব্রতী করেছেন। ‌ জয় পরাজয় মুখ্য নয়, কর্নেল ঐনাম আকাশ সিং এর নেতৃত্বে মেজর সংকল্প চক্রবর্তী, মেজর রাহুল রানা, এমন কি ড. আরএমও ক্যাপ্টেন দেশমুখ সহ পুরো এলিট ১৮ আসাম রাইফেলস প্ল্যাটুন পরিবারের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পর্যন্ত মাঠে এনে এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছেন। টি-২০ আদলে সীমিত ১৫ ওভারের ম্যাচে এলিট ১৮ আসাম রাইফেলসের ভেঙ্কটেশ ভি-র সর্বাধিক ২৩ রানের ইনিংস এবং জেআরসি-র বাপন দাসের ১৪ রান সুব্রত দেবনাথের ১২ রান উল্লেখযোগ্য। বলে-ব্যাটে অধিনায়ক অভিষেক দে, মেঘধন দেব, প্রসেনজিৎ সাহা, অনির্বাণ দেব, মনোজিৎ দাস, রবীন্দ্র শর্মা, দিব্যেন্দু দে, মিল্টন ধর, তাপস দেব প্রত্যেকেই অলরাউন্ড পারফরম্যান্সের পরিচয় দিয়েছেন। আসাম রাইফেলস ক্রিকেট টিমের সুনীল কুমার রাই ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছেন। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে কর্নেল ঐনাম আকাশ সিং বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সম্পাদক অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *