আগরতলা, ৯ এপ্রিল: সম্প্রতি সর্বভারতীয় কংগ্রেস ঘটা করে লোকসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে। আজ ত্রিপুরাবাসীর কাছে ওই ইস্তেহারের সারমর্ম তুলে ধরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম আসনে ইন্ডি জোট প্রার্থী আশিস কুমার সাহা। তাঁর দাবি, ওই ইস্তেহারে দেশের সার্বিক উন্নয়নের গ্যারান্টি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কংগ্রেস উন্নয়নের লক্ষ্য হিসেবে পাঁচটি ক্ষেত্রকে বাছাই করেছে। তাঁদের ন্যায় প্রতিষ্ঠাই ইস্তেহারে সবিস্তারে বর্ণিত হয়েছে বলে কংগ্রেস জোর গলায় দাবি করছে। কংগ্রেসের ঘোষণা, যুব, নারী, কৃষক, শ্রমিক ও অধিকারের ন্যায় প্রতিষ্ঠা করা হবে।
আজ ইস্তেহার নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বরিষ্ঠ আইনজীবি পীযূষ কান্তি বিশ্বাস, জরিতা লাইপাং সহ অন্যান্যরা।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ইন্ডি জোটের পক্ষ থেকে উন্নয়নের গ্যারান্টির ইস্তেহার জনসম্মুখে তুলে ধরা হয়েছে। ইন্ডি জোটের ন্যায় প্রতিষ্ঠার লক্ষে ৫টি ন্যায়ের প্রতিশ্রুতি ত্রিপুরাবাসীর সম্মুখে তুলে ধরা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, ইস্তেহারে কৃষক ন্যায় , নারী ন্যায়, অধিকারের ন্যায়, যুব ন্যায় এবং শ্রমিক ন্যায় বিষয়টির বিস্তারিত বর্ণনা রয়েছে।