আগরতলা, ৮ এপ্রিল : আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় ৭৫০০ বোতল নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। সাথে একজনকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে।
এদিন তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে থানায় খবর আসে রাঙামাটিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের তাজুল ইসলামের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে তাজুল ইসলামের বাড়ি থেকে ৭৫০০ বোতল নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ কিন্তু অপর কারবারী ইমরান হোসেন পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ব্যাপারে সোনামুড়া থানার পুলিশ একটি এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে