মালদা, ৩০ মার্চ (হি.স): সেমিনার নিয়ে কোনও নির্বাচনী আচরণ বিধি লংঘন করা হয় নি। এসবই বিরোধীদের চক্রান্ত। এই সম্মেলন করার জন্য নির্বাচন কমিশনের যা নির্দেশিকা রয়েছে তাই পালন করা হয়েছে। শনিবার মালদায় ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে এসে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার অধ্যাপকদের সংগঠনের সম্মেলনে মালদায় আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে তৃণমূল পরিচালিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সম্মেলন আয়োজন করা হয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে সংশ্লিষ্ট সংগঠনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেখানেই উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সংগঠনের সভাপতি ব্রাত্য বসু।
মন্ত্রী বলেন, উপাচার্যের অনুমতির পর ইসি কমিটিতে এবারে রাজ্য সম্মেলন করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয়। নির্বাচনের যে ধরনের গাইডলাইন রয়েছে, তা মেনেই এই সম্মেলন করা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে উপস্থিত সংগঠনের অধ্যাপক অধ্যাপিকাদের পঠন-পাঠনের ক্ষেত্রে উন্নতিকরণ, গবেষণামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না। আসলে সবটাই বিরোধীদের চক্রান্ত।এদিন রাজ্যের ২৯ টি জেলার প্রায় ১৭০০ জন অধ্যাপক, অধ্যাপিকারা ওয়েবকুপার সম্মেলনে সামিল হন।