নির্বাচনের প্রাকমুহূর্তে দলবদলের হিড়িক অব্যাহত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মার্চ: নির্বাচনকে সামনে রেখে দলবদলের পালা অব্যাহত রয়েছে। সিপিআইএম দলের এক সক্রিয় কর্মী বিজেপি দলের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে কৈলাসহর বিজেপি জেলা কার্যালয়ে বিজেপি দলে সামিল হল। ধনঞ্জয় পাল নামে সিপিআইএম দলের সক্রিয় কর্মী বিজেপির পতাকা তলে শামিল হয়ে অন্যান্যদেরকেও বিরোধের প্রতি মোহভঙ্গ করে শাসকদলের পতাকা তলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

জানা যায় কৈলাসহর ৫৩/৫৩ নং বুথের ধনঞ্জয় পাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সিপিআইএম দলের কর্মী হিসেবে কাজ করছিলেন। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম দেখে অনুপ্রাণিত হন। তখনই তিনি সিদ্ধান্ত নেন যে সিপিআইএম দলত্যাগ করে বিজেপি দলে সামিল হয়ে জনগণদের স্বার্থে কাজ করবেন।

তাই তিনি এদিন কৈলাসহর বিজেপি জেলা কার্যালয়ে সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, বিজেপি দলের অন্যতম নেতা বিশ্বজিৎ মালাকার, ৫৩/৫৩ নং বুথের বিজেপি দলের বুথ সভাপতি বিদ্যুৎ দে থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন। ধনঞ্জয় পালকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নিয়েছেন কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত।