দৌঁড়ে ট্রেন ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ মার্চ:  দৌড়ে ট্রেন ধরতে গিয়ে মাঝপথেই থেমে গেল এক ব্যক্তির জীবন। ট্রেনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম স্পন্দন বারথকুর(৪৫)। তাঁর বাড়ি গৌহাটির শিলাকুরিতে। তিনি এক বেসরকারি কোম্পানির সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন। কাজের সূত্রেই তিনি রাজ্যে এসেছিলেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিউ করিমগঞ্জে জনশতাব্দী এক্সপ্রেসটি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার জন্য আসে। সময়ের অভাবে স্পন্দন বাবুকে দৌড়ে ট্রেনে উঠতে হয়। স্পন্দন বারথকুর এবং তার সঙ্গী উত্তর গোহাটির একই কোম্পানির ডিস্ট্রিবিউটর মানষ কাটকোলি, দৌড়ে কোনরকমে ট্রেনটিতে ওঠে।
ট্রেনটিতে ওঠার পর স্পন্দন বাবু শরীরে অসংগতি অনুভব করতে থাকেন। কিন্তু চলতি ট্রেনে এভাবেই অসুস্থ অবস্থায় থাকেন তিনি।

এ ট্রেনটি পরবর্তী স্টেশন ধর্মনগরে দাঁড়ায়। ধর্মনগর আসার পর যোগাযোগ করা হলে ধর্মনগরের অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা স্টেশন থেকে স্পন্দন বাবুকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা উনাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গেছে, তিনি ১৮ মার্চ শিলচর এসেছিলেন, ১৯ মার্চ করিমগঞ্জে কাজ শেষ করে ২০ মার্চ আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু উনার যাত্রার ইতি হয়ে থাকলো ধর্মনগর রেল স্টেশন। চিকিৎসকরা ধারণা করছেন যেহেতু তাঁর হৃদযন্ত্রে সমস্যা ছিল তাই হঠাৎ করে দৌড়ে তাড়াহুড়া করে রেলে উঠতে গিয়ে ওনার হৃদকম্পন অত্যাধিক বেড়ে যাওয়ায় এই মৃত্যু হয়েছে। ঘটনায় মৃতের পরিবার পরিজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *