আগরতলা, ২১ মার্চ : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রচার কর্মসূচি এবং আইপিএফটি ও তিপরা মথার শীর্ষ নেতৃত্বদের সাথে আলোচনা সম্পর্কিত বিষয় নিয়ে আজ প্রদেশ বিজেপি নির্বাচনী সাংগঠনিক বৈঠক করেছে। ওই বৈঠকে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা সহ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে পশ্চিম ত্রিপুরা আসনে আজ থেকে ঘর ঘর প্রচার কর্মসূচি শুরু হয়েছে। সে মোতাবেক পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও প্রচার কর্মসূচির রূপরেখা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও প্রচার বিজেপি শুরু করবে।
এদিকে প্রচার কর্মসূচি শুরু হওয়ার আগে জোট শরিক আইপিএফটি এবং তিপরা মথার সাথে আলোচনা সারতে চাইছে বিজেপি। কারণ, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রচারে শরিক দলগুলির সহযোগিতা বিজেপির বিশেষ ভাবে প্রয়োজন রয়েছে। জনজাতি মহল্লায় তিপরা মথার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাই, দুই একদিনের মধ্যে দুই শরিক দলের সাথে প্রচার কর্মসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা করবে বিজেপি।
প্রদেশ কার্যালয়ে আজকের সাংগঠনিক নির্বাচনী বৈঠকে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীকে নিয়ে ওই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের ইলেকশন মেনেজমেন্ট কমিটির কনভেনার মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ বিভিন্ন পদাধিকারী গণ।

