মুর্শিদাবাদ, ২০ মার্চ (হি.স.) : মুর্শিদাবাদে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তবে শুধুই তৃণমূলকে এদিন তোপ দাগলেন না, করিমপুরে গিয়ে বামেদের জোর নিশানা করলেন শুভেন্দু।
তিনি বলেন,’ সিপিএম ত্রিপুরা থেকে উঠে গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভাতেও নেই। একমাত্র কেরলে টিমটিম করে জ্বলছে সিপিএম।’ এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আবার উদ্বাস্তু হতে না চাইলে নরেন্দ্র মোদীকেই দরকার, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। তৃণমূল মানেই চোর-ডাকাত-দুর্নীতিগ্রস্তদের দল।’
প্রসঙ্গত, বছরের শুরুতেই দিল্লিতে ও বাংলায় বিরোধী জোটে পৃথক ছবি দেখা গিয়েছে। যখন বিরোধী জোট নিয়ে আলোচনা তুঙ্গে, সেইসময়ই বামেদের মুখে ‘সেটিং তত্ত্ব’ নিয়ে ঘাসফুল-গেরুয়া শিবিরকে তোপ দাগতে দেখা গিয়েছে। ‘সেটিং’ যে আছে, তা বোঝাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কেন এখনও গ্রেফতার করছে না কেন্দ্রীয় এজেন্সি ? এনিয়ে বারবার বলতে শোনা গিয়েছে যাদবপুরের বর্ষীয়ান বামনেতাকেও। তিন প্রধান দলের প্রতিটি দলের নেতাই সভায় অপর দুটি দলকে নানাভাবে কটাক্ষ করতে ব্যস্ত।