মহিলার উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে ডেপুটেশন

ধর্মনগর, ২০ মার্চ : গত ১৪ মার্চ ধর্মনগর মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে গণেশ দাসের স্ত্রী সংহিতা সরকারের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন গোবিন্দপুর এলাকার আপামর মহিলারা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সংহিতা সরকারের উপর কু উদ্দেশ্য নিয়ে একই গ্রামের বাসিন্দা নলিনীকান্ত সিংহ আক্রমণ চালায়। কিন্তু কু উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে তার ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। এতে সংহিতা সরকার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনার পরেই স্থানীয় চুড়াইবাড়ি থানার পুলিশ নলিনী কান্ত সিংহকে গ্রেপ্তার করে কিন্তু তার সাথে অন্যরা যারা ছিল তাদের গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনার পর গ্রামে মহিলাদের এবং বাচ্চাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে মহিলারা এবং বাচ্চারা ঘরে যেতে চায়না। এমন অবস্থায় নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং নলিনীকান্ত সিংহকে তদন্তক্রমে দোষী সাব্যস্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে গোবিন্দপুরের প্রায় অর্ধশতাধিক মহিলা উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী দারস্ত হয়েছেন।

পাশাপাশি এই প্রাণঘাতী হামলার সাথে যারা অন্যরা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে সঠিক শাস্তি প্রদানে দাবিতে মহিলাদের পক্ষ থেকে স্মারকলিপি পুলিশ সুপারের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।