আগরতলা,১৬ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে যাতেকরে কোনোপ্রকার অপ্রতীকর ঘটনা নাঘটে ও লোকজনেরা যাতেকরে কোনোপ্রকার ভয়ভীতি ছারা ভোট দান করতেপারে তারইলক্ষ্যে শনিবার রাত্রিবেলায় শান্তির বাজার শহরে মহকুমা শাসকের উপস্থিতিতে অনুষ্ঠীত করাহয় ফ্লেগমার্চ।
আরক্ষা কর্মী, বি এস এফ ও সি আর পি এফ জোনওয়ানের উপস্থিতিতে এই ফ্লেগমার্চ অনুষ্ঠীত করাহয়। ফ্লেগমার্চটি শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়থেকে শুরুহয়ে শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় এসে সমাপ্তি হয়।
আজকের এই ফ্লেগমার্চে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার থানার ওসি সঞ্জীত লষ্কর, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্যরা। আজকের এই ফ্লেগমার্চ কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার মহকুমাশাসক।

