নগরকুরনুল, ১৬ মার্চ (হি.স.): কংগ্রেস ও ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তেলেঙ্গানার নগরকুরনুলে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস ও বিআরএস তেলেঙ্গানার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছে। প্রথমে ছিল বিআরএস-এর ”মহা লুট” আর এখন কংগ্রেসের ”বুড়ি নজর”। তেলেঙ্গানাকে ধ্বংস করার জন্য কংগ্রেসের কাছে ৫ বছরই যথেষ্ট।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তেলেঙ্গানার জনগণও বলছেন, তৃতীয়বার মোদী সরকার।” প্রধানমন্ত্রী মোদী যোগ করেছেন, “মোদীর পরিবার ১৪০ কোটি ভারতীয়। গত ২৩ বছর ধরে, আগে মুখ্যমন্ত্রী এবং এখন প্রধানমন্ত্রী হিসাবে, আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নিজের জন্য কোনও দিন ব্যবহার করিনি। আমি যদি দিনরাত কাজ করে থাকি, তা ১৪০ কোটি পরিবারের সদস্যদের জন্য। মোদী কি গ্যারান্টি মানে – গ্যারান্টি পূরণের নিশ্চয়তা।”