নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যলি, ১১ মার্চ: এক মাসের ব্যবধানে স্বামীদেরকে ঘুমে রেখে লংতরাইভ্যলি মহকুমার সদর ছইলেংটা থেকে কন্যা সহ দুই গৃহবধু নিখোঁজ হয়েছে। অভিযোগ পরকীয়ার জেরেই প্রেমিকের হাত ধরে দুই গৃহবধূ হাওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে দুই গৃহবধূ লাভ জিহাদ এর স্বীকার হয়েছে কিনা এই ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। পুলিশি তদন্তে সব বেয়িয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
গত জানুয়ারি মাসে ছইলেংটা থেকে নিখোঁজ হয় লিপিকা দাস নামে এক গৃহ বধূ। এই গৃহ বধূর স্বামী কাজের জন্য বাড়ির বাইরে থাকেন।সাত বছরের কন্যা সন্তানকে নিয়ে মহিলা ছইলেংটা থাকত। কিন্তূ গত জানুয়ারি মাস থেকে কন্যা সহ উক্ত মহিলা নিখোঁজ।
এদিকে গত ৬ মার্চ থেকে নিখোঁজ কন্যা সহ আরেক গৃহবধূ। গৃহবধুর নাম সুদীপ্তা ধর। এই মহিলার দশ বছরের এক কন্যা সন্তান রয়েছে। ছইলেংটা এসটি কলোনী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ছে কন্যাটি। এই মহিলার স্বামী উনকোটি জেলায় একটি মেডিসিন দোকানের স্টাফ। দোকান থেকে বাড়িতে গিয়ে দেখে স্ত্রী সমস্ত টাকা পয়সা, সোনা দানা নিয়ে কন্যাকে সাথে নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে।
পালিয়ে যাওয়া দুইজন গৃহবধূর মধ্যে একজন হরিয়ানায় পালিয়ে গেছে বলে প্রাক্তন স্বামীকে মোবাইলে ম্যাসেজ দিয়েছে। প্রাক্তন স্বামীকে ভালো থাকার জন্য উপদেশ দিয়েছে এবং নতুন সংসারে কন্যাকে নিয়ে ভালোই আছে বলে সুসংবাদ দিয়েছে।
সামাজিক এই অবক্ষয়ের ঘটনায় গোটা রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এভাবেই চলতে থাকলে সমাজ রসাতলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

