আগরতলা, ২৯ ফেব্রুয়ারি : ফের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় বিশালগড় চাম্পামুড়া রেল ব্রিজ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ওই ঘটনার ফলে দীর্ঘ সময় পর্যন্ত সাব্রুম থেকে আগরতলাগামী ডেমো ট্রেন বিশালগড় স্টেশনে দাঁড়িয়ে থাকে।
মৃতের পুত্র জানিয়েছেন, আজ সকালে প্রাত:ভ্রমণে বেরিয়ে ছিলেন তাঁর বাবা অসিত চক্রবর্তী(৫৫)। ওই সময় রেলে কাটা পরে মৃত্যু হয়েছে তাঁর। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে পরিবারের সদ্যসদের খবর পাঠিয়েছেন।এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছে পুলিশ।
এদিকে মৃতদেহ উদ্ধারে দেরি হওয়ায় সাব্রুম থেকে আগরতলাগামী ডেমো ট্রেন দীর্ঘ সময় পর্যন্ত বিশালগড় স্টেশনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।