আগরতলা, ২০ ফেব্রুয়ারি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজ প্রথম দিন বাংলা পরীক্ষা। সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত চলে এই পরীক্ষা।
প্রসঙ্গত, রাজ্যের ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্ন পত্রে পরীক্ষা দিচ্ছেন। এ বছরেই শেষবারের মতো মাধ্যমিকে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন রাজ্যের বিভিন্ন স্কুলের পরীক্ষা হলের বাইরে দাঁড়িয়ে আছেন অভিভাবকরা। এদিন ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।