প্রতাপগড়, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আমেঠি লোকসভা কেন্দ্রকে কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, “আমেঠি কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদীয় কেন্দ্র।” রাহুল গান্ধী কী আমেঠি থেকে নির্বাচনে লড়বেন, এই প্রশ্নের উত্তরে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন “আমেঠি থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা কংগ্রেস নির্বাচনী কমিটি সিদ্ধান্ত নেবে। রাহুল গান্ধী আমেঠি থেকে তিনবার সাংসদ হয়েছেন। তাঁর বাবা রাজীব গান্ধীও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন। আমেঠি কংগ্রেস পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র।”
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদান করবেন বলেও জানিয়েছেন জয়রাম রমেশ। কংগ্রেস নেতা জয়রাম রমেশ আশা ব্যক্ত করে বলেছেন, “আমি আশা করছি, তিনি (অখিলেশ যাদব) আগামীকাল যাত্রায় যোগ দেবেন। এর আগে আপনা দলের নেত্রী পল্লবী প্যাটেলও যাত্রায় যোগ দিয়েছিলেন।” দেখতে দেখতে সোমবার ৩৭-তম দিনে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন সকালে উত্তর প্রদেশের প্রতাপগড় থেকে শুরু হয় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা।