BRAKING NEWS

চায়ের কাপ ভাঙ্গায় নাবালিকা পরিচারিকাকে পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ চায়ের কাপ ভেঙ্গে ফেলায় গৃহকর্তা ও গৃহকত্রীর লাগিয়ে দেওয়া আগুনে পুরে মারা গেল দেবশ্রী দেবনাথ নামের ১২ বছরের এক নাবালিকা গৃহ পারিচারিকা৷ মৃতার মার অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহকত্রীকে গ্রেপ্তার করেছে৷
কাঞ্চনপুর সুকলের পাশে রামকৃষ্ণ নন্দীর বাড়িতে গৃহপারিচারিকার কাজ করতে উদয়পুর পালাটানা এলাকার ১২ বছরের দেবশ্রী দেবনাথ৷ বিনিময়ে প্রতিমাসে ১০০০ টাকা করে পেত দেবশ্রী৷ এই টাকা পালাটানায় মাকে পাঠত সে৷ তিনদিন আগে সকাল বেলা বাসন ধূতে গিয়ে চায়ের কাপ ভেঙ্গে ফেলে দেবশ্রী৷ এই অপরাধে বাড়ির মালিক রামকৃষ্ণ নন্দীর স্ত্রী স্বপ্ণা নন্দী প্রথমে দেবশ্রীকে মারধর করে৷ পরে স্বামী ও স্ত্রী মিলে ১২ বছরের গৃহপারিচারিকা দেবশ্রী দেবনাথের গায়ে আগুন লাগিয়ে দেয়৷ এতে গুরুতর আহত দেবশ্রীকে প্রথমে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হ য়৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জিবি হাসপাতালে তিনদিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে৷ জিবি হাসপাতালে অগ্ণিদগ্দা দেবশ্রীর মা জানান, বাড়ির মালিক রামকৃষ্ণ নন্দী এবং নার স্ত্রী স্বপ্ণা নন্দীই মেয়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন৷ মৃতার মা পুলিশের কাছে বাড়ির মালিকের স্ত্রী স্বপ্ণা নন্দীর বিরুদ্ধে অভিযোগ জানান৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বপ্ণা নন্দীকে গ্রেপ্তার করেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *