দুইটি গাড়ীর সংঘর্ষে আহত তিন

শান্তির বাজার, ১৪ ফেব্রুয়ারি: শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় দুইটি গাড়ীর সংঘর্ষে আহত তিন। ঘটনার বিবরনে জানা যায়, বুধবার শান্তিরবাজার ট্রাইজংশন এলাকায় জাতীয় সড়কে টিআর০৮-এ-৩১৪৫ নাম্বারের অটো গাড়ী ও টিআর০২-এম-০৪৬৮ নাম্বারের এক্সইউভি গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে।  এই দুর্ঘটনায় তিনজন আহত হয় বলে জানা যায়।  

দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়।  এই দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজনেরা আরক্ষা প্রসাশনকে দায়ী করছেন। 

পুলিশের টহলদারি থাকলে যান চলাচলের গতিনিয়ন্ত্রন থাকবে এবং সকলে সঠিক দিশায় যাতায়ত করতে পারবে।  এইজায়গায় পুলিশ টহলদারি না থাকায় আজকের এই দুর্ঘটনা বলে সাধারন লোকজনেদের দাবি।  এখন দেখার বিষয় দুর্ঘটনা এরাতে শান্তির বাজার থানা কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *