নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: অল্প কিছু সময়ের মধ্যে নিখোঁজ বালক বালিকাকে খুঁজে বের করলো দেবদারু ফাঁড়ী থানার পুলিশ।
দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং এর নেতৃত্বে প্রতিনিয়ত নানান সাফল্য অর্জন করছে। এরই মধ্যে মঙ্গবার কোয়াইফাং ও কলসী এলাকা থেকে এক বালক ও বালিকা নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা জানার পর বালক বালিকার খোঁজে নামে দেবদারু ফাঁড়ী থানার পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে দেবদারু এলাকা থেকে নিখোঁজ বালক বালিকাকে খুঁজে বের করলো দেবদারু ফাঁড়ী থানার পুলিশ। ওসি বকুল রিয়াং এর নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন হয়। পরবর্তী সময় সমস্ত আইনি প্রক্রিয়া শেষে বালক বালিকাকে তাদের পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।