ত্রিপুরা থেকে সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি-আইটিএফটি জোট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক দিক দিয়ে ষড়যন্ত করেছিল : মানিক সরকার

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: ত্রিপুরা থেকে সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি-আইটিএফটি জোট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক দিক দিয়ে ষড়যন্ত করেছিল। ২০১৮ সালে ভোটের আগে ৬ মাস কেন্দ্র সরকার কোনো রেগার শ্রমিকদের টাকা প্রদান করে নি। কিন্তু বামফ্রন্ট সরকার রাজ্যবাসীকে অনাহারে মারা যেতে দেয়নি। আজ গণবিক্ষোভ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন মানিক সরকার বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে পুনরায় কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসলে ত্রিপুরা অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবে তাহলে সেটা ভুল ধারণা। তাই তাদের পরাস্ত করতে একজোট হয়ে লড়াই করতে হবে।

তাঁর কথায়, বিজেপি সরকার প্রতিনিয়ত সংবিধানের উপর আক্রমণ সংঘটিত করছে। সংসদে অধিবেশন চলাকালীন ১৪৬ জন সংসদকে বের করিয়ে দিয়ে ১৬টি কালো আইন পাশ করানো হয়েছে। যেগুলি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবে। তাছাড়া, বিচারব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থার স্বতন্ত্র উপর আঘাত করছে। এদিন বিজেপি সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে জনগণকে এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন তিনি।

এদিন মানিক সরকার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে সুর চড়ালেন। তিনি বলেন, নীতিশ কুমার পদ লোভী, তিনি পদ ছাড়তে কোনোদিন চান না। ভিন্ন দল ত্যাগ করে তিনি নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন।