মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় গুরুতর জখম তিন পরীক্ষার্থী

ঝাড়গ্রাম, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় গুরুতর জখম হল তিন পরীক্ষার্থী। শনিবার এই ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জামবনি ব্লকের জামবনি থানা মোড়ে। জানা গিয়েছে বাইক দূর্ঘটনায় আহত ওই পরীক্ষার্থীরা হল জামবনি থানার ঘোং গ্রামের সমু মাহাতো,জয়দীপ মাহাতো এবং জামবনি গ্রামের অর্পন দাস। এরা তিন জনই জামবনি বানি বিদ্যাপিঠ হাই স্কুলের ছাত্র। এদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল ব্লকের চিল্কিগড় জগদিশ চন্দ্র ইন্সটিটিউশনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই তিন ছাত্র পরীক্ষার পর বাইকে করে বাড়ি ফিরছিল। বাইক চালাচ্ছিল সমু মাহাতো। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে সে খুব ভালো বাইক চালাতে জানত না। এদিন পরীক্ষার পর খুবই দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিল সমু । বাইকের পিছনে ছিল জয়দীপ ও অর্পন। জামবনি মোড়ের কাছে একটি বাঁকে দ্রুত গতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে প্রচন্ড জোরে ধাক্কা মারে। ওই তিন ছাত্র ছিটকে পড়ে। এত জোরে বাইকটি ধাক্কা মেরেছিল যে বাইকটি দু টুকরো হয়ে যায়। আহত তিন জনকে দ্রুত চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।এই তিন জনের মধ্যে গুরুতর জখম হয়েছে সমু মাহাতো।

জামবনি বানি বিদ্যাপিঠ হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ পাহাড়ি বলেন ” ওই তিনজন ছাত্র আমাদের বিদ্যালয়ের। খুব ভালো বাইক চালাতে জানতো না। খুবই দ্রুত গতিতে তারা আসছিল। দূর্ঘটনায় তিনজনই কম বেশি আহত হয়েছে। তবে সমু মাহাতোর পায়ের আঘাত অনেকটাই। “

সমু মাহাতোকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার হাটু যথষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে । অপারেশন হতে পারে। তাকে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরে ঝাড়গ্রামের জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তি ভূষন গঙ্গোপাধ্যায় আহত সমু মাহাতোকে দেখত হাসপাতালে যান। তিনি বলেন ” সমু মাহাতোর হাটু চোট যথেষ্ট। অপারেশন করতে হতে পারে। মেদিনীপুরে রেফার করা হচ্ছে। ছাত্রটি যাতে হাসপাতালে বসে বাকি পরীক্ষা দিতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে। বাকি দুজনের চোট অল্প বিস্তর।