রাতের আঁধারে বাড়ি থেকে বাইক নিয়ে গেল চোর, বাইক খুঁজে পেতে ভগবানের নাম নিতে বলল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ ফেব্রুয়ারি: ধর্মনগরে চুরিকাণ্ডের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে, পুলিশ নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। বিশেষ করে উত্তর জেলার সদর ধর্মনগরে চোরের উপদ্রব প্রতিদিন বেড়েই চলেছে। ফের ঘরের ভেতর থেকে বাইক চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনাটি ঘটেছে বুধবার গভীররাতে ধর্মনগরের হাসপাতাল রোডে। এলাকার বাসিন্দা সুদাম নাথের ছেলে সৌরভ নাথ বুধবার রাতে নিজ ঘরে বাইক রেখে ঘুমাতে চলে যায়। তবে রাতের আধারে চোরের দল বাড়ির গেটের তালা ভেঙ্গে সৌরভ নাথের বাইকটি নিয়ে যায়।

তারপর সৌরভ নাথ সকালে এই ঘটনা প্রত্যক্ষ করে তার অভিযোগ নিয়ে বেশ কয়েকবার ধর্মনগর থানায় যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে
পুলিশ আধিকারিক সৌরভকে সান্তনা দিয়ে বলেন ইদানিংকালে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই অভিযোগের পরিবর্তে ঠাকুরের নাম করতে তবে হয়ত বাইকটি পাওয়া যাবে।

অবশেষে সৌরভ উত্তর জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে এবং পুলিশ সুপারের নির্দেশে তার বাইক চুরির অভিযোগ থানায় নথিভুক্ত করা হয়। ধর্মনগর থানার অভিনব উদ্যোগে ধর্মনগরবাসির মধ্যে হাসির উদগ্রেব সৃষ্টি করেছে। পুলিশের এধরনের উক্তিতে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহকুমাবাসী।